.

প্রিয় কবি

অঞ্জন সরকার জিমি অমিত চক্রবর্তী অমিতাভ দাশ গুপ্ত অশোক দেব আন্দালীব আবিদ আজাদ আবুল হাসান আল মাহমুদ আলতাফ হোসেন আহসান হাবীব খোন্দকার আশরাফ হোসেন জয় গোস্বামী জীবনানন্দ দাশ টোকন ঠাকুর তানিম কবির দীপন চক্রবর্তী নবনীতা দেবসেন নির্মলেন্দু গুন নীরেন্দ্রনাথ চক্রবর্তী পূর্ণেন্দু পত্রী ফয়সল রাব্বি ফারাহ সাঈদ বিনয় মজুমদার বুদ্ধদেব বসু ব্রাত্য রাইসু ভাস্কর চক্রবর্তী মজনু শাহ মন্দাক্রান্তা সেন মহাদেব সাহা মাসুদ খান মুহাম্মদ মরিয়ম মৌ ভট্টাচার্য রণজিৎ দাশ রবীন্দ্রনাথ ঠাকুর রিফাত হাসান রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শহীদ কাদরী শোয়েব শাদাব শ্বেতা চক্রবর্তী সমর সেন সমুদ্র গুপ্ত সরকার আমিন সাইয়েদ জামিল সিকদার আমিনুল হক সুকান্ত ভট্টাচার্য সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল সাইফুল্লাহ সুবোধ সরকার সুমন রহমান হুমায়ুন আজাদ হুমায়ূন আহমেদ হেলাল হাফিজ

তুমি, সম্ভবত একটি পাতা

তুমি, সম্ভবত একটি পাতা
- রিফাত হাসান 

তুমি, সম্ভবত একটি পাতা
তুমি শেষ পর্যন্ত একটি পাতাই
যখন তুমি নৈঃশব্দ হও

একটি পাতার মতন নৈঃশব্দের মেদুর বিছানায় শুয়ে থাক।

রাতভর গল্পের শিশির
তুমি ভিজে যাচ্ছো
তুমি নিঃশব্দ হচ্ছো
নিঃশব্দ হচ্ছো
ক্রমশই একটি নৈঃশব্দমণ্ডিত সকালের পাতা তুমি।

যার শিশিরগুলি মুছে দিয়ে এক্ষুণি রোদ ওঠার সম্ভাবনা নেই।

তুমি এখন একটি সকাল: যার ছোট্ট মিষ্টি নাম মৌনতা।
না, তুমি এই নামটিকে ছাড়িয়ে গেছ। তুমি মৌনতা নও।

তুমি, সম্ভবত একটি পাতা। শেষ পর্যন্ত তুমি একটি পাতাই।

যার মেদুর ভ্রু-ভঙ্গির বিপরীতে
সমস্ত পৃথিবী এখন কোলাহল ছড়াতে ব্যাগ গুছাচ্ছে।