সাকুল্যে তিনজন
- নীরেন্দ্রনাথ চক্রব্রর্তী
এই গলিতে সদ্য একটা ফ্ল্যাটবাড়ি উঠেছে।
প্রতিটি তলায়
আগুপিছু চারটি করে ফ্ল্যাট। তাতে দুটি
বেডরুমের সঙ্গে একটি ছোট
বারান্দা ও রান্নাঘর। তার পাশে লাগোয়া
কলঘর, এবং কায়দা করে
ওই যাকে লিভিং কাম ডাইনিং সবাই
বলে থাকে।
কলকাতা শহরে ঝাঁকে-ঝাঁকে
আজকাল সর্বত্র উঠছে এইরকম বাড়ি।
জায়গা বড্ড কম? কিন্তু উপায় কী বলুন,
চলছে যা সময়।
যে-ভাবে টাকার দাম পড়ছে হুহু করে,
পাঁচ লাখা টাকায় তাতে এর বেশি কে পাচ্ছে বা কোথায়?
চক্ষের পলক
ফেলতে-না ফেলতেই তাই এসে গেছে ছ'-সাতটি ফ্যামিলি।
ভাবলুম জিজ্ঞেস করিঃ ওরে, তোরা তৈরি হয়েছিলি
কোন কারখানায় কোন মিস্তিরির হাতে?
এ যে দেখছি সব ক'টাই এক ছাঁচে বানানো।
ফুলপ্যান্ট যুবার পাশে শাড়িতে যুবতী,
সঙ্গে একটি হাফপ্যান্ট বালক।
কিংবা একটি বার্বি-ডলপুতুলের মতো
ববছাঁট বালিকা।
সাকুল্যে তিনজনকে নিয়ে এক-একটি সংসার।
ছোট ফ্ল্যাট, জায়গা নেই আর।
সেই কারণে, ধরে নিচ্ছি, যুবকের বাপ-মা মরে গেছে।
ফলত যুবতীটিরও নেই
শ্বশুর-শাশুড়ি। তবে তাঁরা
থাকলেও তাঁদের এই ফ্ল্যাটে নিয়ে আসা
সম্ভব হত না।
জায়গা নিয়ে বড্ড বেশি টানাটানি হত
তিনজনের ফ্ল্যাটে ঢুকলে চারজনে-পাঁচজনে।
যে কারণে বাপ-মা নেই, সেই একই কারণে
বিধবা পিসিও থাকতে নেই।
বাউন্ডুলে কাকা কিংবা বেকার ভাগ্নেও থাকতে নেই।
এমনকী, বাচ্চাটারও একটি ভাই কিংবা একটি বোন
থাকতে নেই।
মোদ্দা কথা, জায়গা নেই আর।
তিনজনের জন্যে এটা বানানো হয়েছে, সুতরাং
তিনজনের ফ্ল্যাটে থাকবে তিনজনেরই ছোট্ট পরিবার।
- নীরেন্দ্রনাথ চক্রব্রর্তী
এই গলিতে সদ্য একটা ফ্ল্যাটবাড়ি উঠেছে।
প্রতিটি তলায়
আগুপিছু চারটি করে ফ্ল্যাট। তাতে দুটি
বেডরুমের সঙ্গে একটি ছোট
বারান্দা ও রান্নাঘর। তার পাশে লাগোয়া
কলঘর, এবং কায়দা করে
ওই যাকে লিভিং কাম ডাইনিং সবাই
বলে থাকে।
কলকাতা শহরে ঝাঁকে-ঝাঁকে
আজকাল সর্বত্র উঠছে এইরকম বাড়ি।
জায়গা বড্ড কম? কিন্তু উপায় কী বলুন,
চলছে যা সময়।
যে-ভাবে টাকার দাম পড়ছে হুহু করে,
পাঁচ লাখা টাকায় তাতে এর বেশি কে পাচ্ছে বা কোথায়?
চক্ষের পলক
ফেলতে-না ফেলতেই তাই এসে গেছে ছ'-সাতটি ফ্যামিলি।
ভাবলুম জিজ্ঞেস করিঃ ওরে, তোরা তৈরি হয়েছিলি
কোন কারখানায় কোন মিস্তিরির হাতে?
এ যে দেখছি সব ক'টাই এক ছাঁচে বানানো।
ফুলপ্যান্ট যুবার পাশে শাড়িতে যুবতী,
সঙ্গে একটি হাফপ্যান্ট বালক।
কিংবা একটি বার্বি-ডলপুতুলের মতো
ববছাঁট বালিকা।
সাকুল্যে তিনজনকে নিয়ে এক-একটি সংসার।
ছোট ফ্ল্যাট, জায়গা নেই আর।
সেই কারণে, ধরে নিচ্ছি, যুবকের বাপ-মা মরে গেছে।
ফলত যুবতীটিরও নেই
শ্বশুর-শাশুড়ি। তবে তাঁরা
থাকলেও তাঁদের এই ফ্ল্যাটে নিয়ে আসা
সম্ভব হত না।
জায়গা নিয়ে বড্ড বেশি টানাটানি হত
তিনজনের ফ্ল্যাটে ঢুকলে চারজনে-পাঁচজনে।
যে কারণে বাপ-মা নেই, সেই একই কারণে
বিধবা পিসিও থাকতে নেই।
বাউন্ডুলে কাকা কিংবা বেকার ভাগ্নেও থাকতে নেই।
এমনকী, বাচ্চাটারও একটি ভাই কিংবা একটি বোন
থাকতে নেই।
মোদ্দা কথা, জায়গা নেই আর।
তিনজনের জন্যে এটা বানানো হয়েছে, সুতরাং
তিনজনের ফ্ল্যাটে থাকবে তিনজনেরই ছোট্ট পরিবার।