তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান
-আন্দালীব
পিঁপড়ের ক্যারাভান চলে গেছে বিষন্ন তৈজসরেখা ধরে
তিনটা চেয়ারের পাশ থেকে
কথকের গল্পায়নের ভঙ্গীরা উঠে চলে গেছে...
আহা ঠোঁটবিন্যাস,
দেখেছিলে বেগুনী ডানার মেয়েগুলো কীরকম
চাপ-চাপ অভিমান নিয়ে চলে গেছে!
এমন অনতিদূর-
যার চিহ্নায়কগুলো শুধু মৌন ক্যাফেমুখে পড়ে আছে
তিনটা চেয়ারের পাশ থেকে
দেখি পিপড়ের পংক্তিরা আঙ্গুলের প্রান্তে এসে
বস্তুত ধসে গেছে, ধসে গেছে ।
-আন্দালীব
পিঁপড়ের ক্যারাভান চলে গেছে বিষন্ন তৈজসরেখা ধরে
তিনটা চেয়ারের পাশ থেকে
কথকের গল্পায়নের ভঙ্গীরা উঠে চলে গেছে...
আহা ঠোঁটবিন্যাস,
দেখেছিলে বেগুনী ডানার মেয়েগুলো কীরকম
চাপ-চাপ অভিমান নিয়ে চলে গেছে!
এমন অনতিদূর-
যার চিহ্নায়কগুলো শুধু মৌন ক্যাফেমুখে পড়ে আছে
তিনটা চেয়ারের পাশ থেকে
দেখি পিপড়ের পংক্তিরা আঙ্গুলের প্রান্তে এসে
বস্তুত ধসে গেছে, ধসে গেছে ।