বাসে লেখা কবিতা
-আন্দালীব
[এক]
দেখো মানিকগঞ্জের আকাশ কী নীল
দেখো রৌদ্রোজ্জ্বল গাড়ি
কেমন সেতু-পারাপারে রত
তিনজন বোটানির ছাত্রী
বাস থেকে নেমে গেলে
ম্লান হলো চতুর্পাশ
মাইলপোস্টগুলো হলো বিরহের সারি
[দুই]
লতাগুল্মের ঝোপে ফুটে থাকা গৈরিক ফুল
শ্যালো-ইঞ্জিনের শব্দে কাঁপে
স্পিডব্রেকারে উঠে যায়
কোন ক্রুদ্ধ বাসের চাকা
হায় পার্বতীনগর
গলে পড়ে ঢলে পড়ে
তাবৎ
বিরহের উত্তাপে
[তিন]
নৈশ নৈশ পথ
রুবিনা আক্তার
তোমার সিঁথির মতো সরল শুয়ে আছে
আরিচার মহাসড়ক
ভ্রমণজনিত ক্লান্তি
নাকফুল
আমি দেখি
তারার বিস্তার
বিরহসুন্দর চাঁদের দিকভ্রান্তি
-আন্দালীব
[এক]
দেখো মানিকগঞ্জের আকাশ কী নীল
দেখো রৌদ্রোজ্জ্বল গাড়ি
কেমন সেতু-পারাপারে রত
তিনজন বোটানির ছাত্রী
বাস থেকে নেমে গেলে
ম্লান হলো চতুর্পাশ
মাইলপোস্টগুলো হলো বিরহের সারি
[দুই]
লতাগুল্মের ঝোপে ফুটে থাকা গৈরিক ফুল
শ্যালো-ইঞ্জিনের শব্দে কাঁপে
স্পিডব্রেকারে উঠে যায়
কোন ক্রুদ্ধ বাসের চাকা
হায় পার্বতীনগর
গলে পড়ে ঢলে পড়ে
তাবৎ
বিরহের উত্তাপে
[তিন]
নৈশ নৈশ পথ
রুবিনা আক্তার
তোমার সিঁথির মতো সরল শুয়ে আছে
আরিচার মহাসড়ক
ভ্রমণজনিত ক্লান্তি
নাকফুল
আমি দেখি
তারার বিস্তার
বিরহসুন্দর চাঁদের দিকভ্রান্তি