নিরুদ্দিষ্ট যুবকের জন্যে
- ভাস্কর চক্রবর্তী
- ভাস্কর চক্রবর্তী
ওগো নিরদ্দিষ্ট যুবক, এতদিনে তুমি নিশ্চয়ই বিজ্ঞাপন দেখেছে
দৈনিকে। আমি জানি না
তুমি এখন পাহাড়ে না সমুদ্রে আছ-
সতেরো-তলার হোটেলে না বস্তিতে। এই আলপিন- ভর্তি কলকাতায়
তুমি এখন ঘুরে বেড়াচ্ছ কি? তোমার দু-চারদিনের পুরানো
চিরকুট (শার্ট-প্যান্ট টা লন্ড্রি থেকে আনিয়ে রাখিস) নিয়ে তোমার বোন হয়তো
গুম মেরে বসে আছে এখন। আজকাল
সত্যি কি কেউ কষ্ট পায় কারুর জন্যে ? –এই চাপা-কান্নার পৃথিবীতে
আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই।
ভালো করেছ, তুমি নখ আর মুখোশ থেকে সরে গেছ।
তোমার দু-চোখের জল হয়তো এখন নিমন্ত্রণ করছে মুক্তোকে
-তুমি বেঁচে আছ না মরে গেছ? আদৌ যদি
বেঁচে থাক-বন্ধু আমার, তুমি কোনোদিন আর ফিরে এসো না বাড়িতে।
#