যে কথা নীরবে হচ্ছে
- ফয়সল রাব্বি
- ফয়সল রাব্বি
কথোপকথনের বারান্দায় শেষ পর্যন্ত
একটা হাসির ইমোটিকন আটকে ছিল,
বেশ অনিচ্ছেতে,
পোকার-ফেসগুলো ফ্রেম ভেঙ্গে ফেলল
পরবর্তী ফ্রেমে,
একটা হাসির ইমোটিকন আটকে ছিল,
বেশ অনিচ্ছেতে,
পোকার-ফেসগুলো ফ্রেম ভেঙ্গে ফেলল
পরবর্তী ফ্রেমে,
জানালা দিয়ে তখন ঢুকে পড়ে
মনোটন
অসুখী মানুষের হাসি
মনোটন
অসুখী মানুষের হাসি
আরো একটা ফ্রেম পরে
ধীরে বইছে পৃথিবী
ধী রে ধী রে
সরে সরে যাচ্ছে মানুষেরা
দূ রে দূ রে
ধীরে বইছে পৃথিবী
ধী রে ধী রে
সরে সরে যাচ্ছে মানুষেরা
দূ রে দূ রে