নার্স
- রণজিৎ দাশ,
নার্সকে পছন্দ হলে অর্ধেক অসুখ সেরে যায়
শূন্যতা, ডেটলগন্ধ, ভাতে মাছি--সব ভালোলাগে
পুরোপুরি সেরে উঠলে ডিসচার্জ--
সেই ভয়ে ভয়ে
বাকীটা জীবন তাই
অর্ধেক অসুখ নিয়ে হাসপাতালে থেকে যেতে হয়
- রণজিৎ দাশ,
নার্সকে পছন্দ হলে অর্ধেক অসুখ সেরে যায়
শূন্যতা, ডেটলগন্ধ, ভাতে মাছি--সব ভালোলাগে
পুরোপুরি সেরে উঠলে ডিসচার্জ--
সেই ভয়ে ভয়ে
বাকীটা জীবন তাই
অর্ধেক অসুখ নিয়ে হাসপাতালে থেকে যেতে হয়