ডেভিড দর্শন
- মৌ ভট্টাচার্য
পালাৎসো ভেকিও পরিষ্কার করার সময় একটা বেঞ্চি
এসে লেগেছিল ডেভিডের হাতে ও শিশ্নে।
শিশ্ন মানে জানা আছে তো?
ছাব্বিশ বছরের তরুণ মিকেলেঞ্জেলো ফ্লোরেন্সে বসে
তিন বছর ধরে ছেনি-হাতুড়ি ঠুকে তৈরি করেছিলেন
ওই শিশ্ন সহ নগ্ন ডেভিড। শোনা যায় শিল্পী ফিসোল নাকি
দৈত্যমূর্তি বানাবেন বলে আঠারো ফুট লম্বা একটা
মার্বেল পাথর এনে ফেলে রেখেছিলেন আকাডেমিয়ার বাগানে।
চিঠিচাপাটি লিখে সেই পড়ে থাকা পাথরটা
আদায় করেন মিকেলেঞ্জেলো। দৈত্যের বদলে তৈরী হল
দুনিয়ার সুন্দরতম পুরুষ নগ্নমূর্তি ডেভিড।
বলা হয়, ভাস্কর স্বয়ং সমকামী ছিলেন বলে
নিজের কামনা ও সৌন্দর্য দিয়ে তৈরী করেন
এই সৌন্দর্য্য লক্ষী, থুড়ি
সৌন্দর্য্য-কার্তিক।
দ্য ভিঞ্চির নেতৃত্বে সেই মূর্তি বসে পালাৎসো ভেকিওর সামনের চত্বরে।
সাড়ে তিনশো বছর দাঁড়িয়ে থাকার মত হাত ও শিশ্নের আঘাত
তাকে আরও নিরাপদ জায়গায় তুলে নিয়ে যায়।
আকাডেমিয়া মিউজিয়ামে গত দেড়শো বছর ধরে হাই সিকিওরিটি
জোনে দাঁড়ানো প্রবল আলোর মাঝখানে দেখলাম তাকে।
সতেরো ফুট লম্বা একটা ন্যুড ছেলে আমার সামনে দাঁড়ানো
ঘুরে ঘুরে দেখছি তার অসামান্য কোঁকড়ানো চুল, কোঁচকানো ভ্রু,
নির্মেদ বুক, পেট, হিপ, থাইয়ের জ্যান্ত রূপ।
এর আগে ঘটেনি এমন ঘটনা - একটা পৃথিবী-বিখ্যাত ন্যুড ছেলের
সামনে দাঁড়িয়ে, আর আমি তাকে ইঞ্চি ধরে ধরে
পর্যবেক্ষণ করছি।
দেখতে গিয়ে আবিষ্কার করলাম খুবই ছোট শিশ্ন তার
শিশ্ন মানে জানা আছে তো?
দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষ শরীর, রাশিরাশি পিএইচডি
হয়েছে
তাকে নিয়ে, কিন্তু এত ছোট শিশ্ন আমার চলবে না।
নাম কেটে দিলাম ডেভিডের।