ভূয়োদর্শন
- খোন্দকার আশরাফ হোসেন
দুঃখ হলো এক গীটার যে বাদকের আংগুল কেটে
নিজের তারের ধার পরীক্ষা করে;
সুখ এমন বাড়িঅলা, ঘর খালি নেই তবু টু -লেট
নামায় না;
দুঃসময় এমন বিরাট গেট
যার ভেতর দিয়ে দেখা যায় বন্ধুর আসল মুখ ;
আর প্রেম হল এমন একটি বালিশ,মাঝে মধ্যে
যাকে খাওয়াতে হয় রোদের আদর, না হলে দুর্গন্ধ ছোটে;
আর বিরহ একটি ফেলে যাওয়া সুটকেস
যার চাবি চলে গেছে মালিকের সাথে,ড়ুপ্লিকেট নেই
বৌ হল আপনার পুরনো অ্যাকাউন্ট ,প্রতিবার
টাকা ওঠাতে ঝামেলা,কেননা স্বাক্ষর মেলেনা;
আর আপনার সন্তানেরা?
আপনার কবরের দুরত্বমাপক;
এমন পথিকের পায়ের ছাপ যাকে বাঘে নিয়ে গেছে
- খোন্দকার আশরাফ হোসেন
দুঃখ হলো এক গীটার যে বাদকের আংগুল কেটে
নিজের তারের ধার পরীক্ষা করে;
সুখ এমন বাড়িঅলা, ঘর খালি নেই তবু টু -লেট
নামায় না;
দুঃসময় এমন বিরাট গেট
যার ভেতর দিয়ে দেখা যায় বন্ধুর আসল মুখ ;
আর প্রেম হল এমন একটি বালিশ,মাঝে মধ্যে
যাকে খাওয়াতে হয় রোদের আদর, না হলে দুর্গন্ধ ছোটে;
আর বিরহ একটি ফেলে যাওয়া সুটকেস
যার চাবি চলে গেছে মালিকের সাথে,ড়ুপ্লিকেট নেই
বৌ হল আপনার পুরনো অ্যাকাউন্ট ,প্রতিবার
টাকা ওঠাতে ঝামেলা,কেননা স্বাক্ষর মেলেনা;
আর আপনার সন্তানেরা?
আপনার কবরের দুরত্বমাপক;
এমন পথিকের পায়ের ছাপ যাকে বাঘে নিয়ে গেছে