ধানমন্ডি লেকে সুবাতাস
-আন্দালীব
-আন্দালীব
ধানমন্ডি লেকে সুবাতাস
আর ছাতিমের গন্ধখানি
আমাকে চেনালেন যিনি
তিনি আদতে একজন
মাঝবয়েসিনী
তার সাথে আরো হাফমাইল
হেটে যাওয়া গেলে
পড়ে নেয়া যেত ঠিক
চোখের বিষাদ
আনত স্তনের পাশে
তার মৌন পদাবলী
আর ছাতিমের গন্ধখানি
আমাকে চেনালেন যিনি
তিনি আদতে একজন
মাঝবয়েসিনী
তার সাথে আরো হাফমাইল
হেটে যাওয়া গেলে
পড়ে নেয়া যেত ঠিক
চোখের বিষাদ
আনত স্তনের পাশে
তার মৌন পদাবলী
তার সাথে দু’এক পংক্তি
আরো কথা বলা গেলে
বেশ ভালোলাগা হতো
আরো কিছুখ’ন
তার সাথে নিবিষ্টে
বসে থাকা গেলে
কথা হতো আর্টকালচার
আর সোমবার
পৃথিবীকে ঠিক
কয়দিনে ঘুরে আসে
এই নিমগ্ন ছাতিমের তলে
আমি যেন ঠিক
কার কাছে যাবো
আরো কথা বলা গেলে
বেশ ভালোলাগা হতো
আরো কিছুখ’ন
তার সাথে নিবিষ্টে
বসে থাকা গেলে
কথা হতো আর্টকালচার
আর সোমবার
পৃথিবীকে ঠিক
কয়দিনে ঘুরে আসে
এই নিমগ্ন ছাতিমের তলে
আমি যেন ঠিক
কার কাছে যাবো
সমস্ত শরীরী শৈথিল্য ভেঙে
লেকসংলগ্ন হাফমাইল
তার সাথে হেটে যাবো
এই সোমবার
ধানমন্ডি লেকে খুব
সুবাতাস বয়ে গেলে
লেকসংলগ্ন হাফমাইল
তার সাথে হেটে যাবো
এই সোমবার
ধানমন্ডি লেকে খুব
সুবাতাস বয়ে গেলে