একটা রঙিন ফুলের পাশে
-আন্দালীব
তিনি দেখছেন
একটা রঙিন ফুলের পাশে লেখা আছে
এবারের বসন্ত
বিথোভেনের সকল প্রজাপতি
চাপল্য নিয়ে উড়ে গেছে
এক অফুরান হর্ষের দিকে
তিনি দেখছেন
খানিক ঢলায়িত কোনো মালিনীর হাসি
বাগানবিলাস
আহা লাস্যের রীতিনীতি
তিনি জমিয়ে রাখছেন খুব
সবুজ প্রকোষ্ঠে
বুকপকেটের খাঁজে
তিনি তুলে নিচ্ছেন বসন্তবেলার নুড়ি
এই বিভোর মেট্রোপলিসে
তিনি দেখছেন
লকলকিয়ে বেড়ে ওঠা দালানেরা
নুয়ে আছে কেমন
এবার বসন্তে
তিনি দেখছেন রঙমশাল হাতে মানুষেরা
ছড়িয়ে পড়ছে আনাচে কানাচে
গোলার্ধ না জেনে
তিনি দেখছেন
একটা রঙিন ফুলের পাশে
কী করে চুপচাপ বসে আছে
সংবেদনের
অধীর প্রজাপতি
-আন্দালীব
তিনি দেখছেন
একটা রঙিন ফুলের পাশে লেখা আছে
এবারের বসন্ত
বিথোভেনের সকল প্রজাপতি
চাপল্য নিয়ে উড়ে গেছে
এক অফুরান হর্ষের দিকে
তিনি দেখছেন
খানিক ঢলায়িত কোনো মালিনীর হাসি
বাগানবিলাস
আহা লাস্যের রীতিনীতি
তিনি জমিয়ে রাখছেন খুব
সবুজ প্রকোষ্ঠে
বুকপকেটের খাঁজে
তিনি তুলে নিচ্ছেন বসন্তবেলার নুড়ি
এই বিভোর মেট্রোপলিসে
তিনি দেখছেন
লকলকিয়ে বেড়ে ওঠা দালানেরা
নুয়ে আছে কেমন
এবার বসন্তে
তিনি দেখছেন রঙমশাল হাতে মানুষেরা
ছড়িয়ে পড়ছে আনাচে কানাচে
গোলার্ধ না জেনে
তিনি দেখছেন
একটা রঙিন ফুলের পাশে
কী করে চুপচাপ বসে আছে
সংবেদনের
অধীর প্রজাপতি