কেউ এসে চলে গেছে
-আন্দালীব
কেউ এসে চলে গেছে
ওপরের ঘরে
নির্লিপ্ত চাবিসারাইয়ের লোক
একটা পাখি শুধু অস্পষ্ট
রোদের কার্নিশে বসে আছে
বিবদমান স্কুলবালকের দল
যাদের বচসাগুলো
ইকো হয়ে ফিরে গেছে দেয়ালে দেয়ালে
আর সিঁড়িঘরে তখন
কেউ এসে চলে গেছে...
কেউ এসে
খুব সন্তর্পনে
কাঠের দরোজায় একটা দীর্ঘ ছিটকিনির সংশ্লেষ ভুলে
বিষন্ন বালকের দল
নতমুখে রাস্তা পেরিয়ে চলে গেছে
এমন অনতিদূর
ডানা ফেলে উড়ে গেছে মোহন
কার্নিশের পাখি
চাবিসারাইয়ের লোকটা রাস্তা হেটে হেটে
রিনিকিঝিনিকি ম্যাজিক বাজাচ্ছে
ম্যাজিক বাজাচ্ছে
-আন্দালীব
কেউ এসে চলে গেছে
ওপরের ঘরে
নির্লিপ্ত চাবিসারাইয়ের লোক
একটা পাখি শুধু অস্পষ্ট
রোদের কার্নিশে বসে আছে
বিবদমান স্কুলবালকের দল
যাদের বচসাগুলো
ইকো হয়ে ফিরে গেছে দেয়ালে দেয়ালে
আর সিঁড়িঘরে তখন
কেউ এসে চলে গেছে...
কেউ এসে
খুব সন্তর্পনে
কাঠের দরোজায় একটা দীর্ঘ ছিটকিনির সংশ্লেষ ভুলে
বিষন্ন বালকের দল
নতমুখে রাস্তা পেরিয়ে চলে গেছে
এমন অনতিদূর
ডানা ফেলে উড়ে গেছে মোহন
কার্নিশের পাখি
চাবিসারাইয়ের লোকটা রাস্তা হেটে হেটে
রিনিকিঝিনিকি ম্যাজিক বাজাচ্ছে
ম্যাজিক বাজাচ্ছে