.

প্রিয় কবি

অঞ্জন সরকার জিমি অমিত চক্রবর্তী অমিতাভ দাশ গুপ্ত অশোক দেব আন্দালীব আবিদ আজাদ আবুল হাসান আল মাহমুদ আলতাফ হোসেন আহসান হাবীব খোন্দকার আশরাফ হোসেন জয় গোস্বামী জীবনানন্দ দাশ টোকন ঠাকুর তানিম কবির দীপন চক্রবর্তী নবনীতা দেবসেন নির্মলেন্দু গুন নীরেন্দ্রনাথ চক্রবর্তী পূর্ণেন্দু পত্রী ফয়সল রাব্বি ফারাহ সাঈদ বিনয় মজুমদার বুদ্ধদেব বসু ব্রাত্য রাইসু ভাস্কর চক্রবর্তী মজনু শাহ মন্দাক্রান্তা সেন মহাদেব সাহা মাসুদ খান মুহাম্মদ মরিয়ম মৌ ভট্টাচার্য রণজিৎ দাশ রবীন্দ্রনাথ ঠাকুর রিফাত হাসান রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শহীদ কাদরী শোয়েব শাদাব শ্বেতা চক্রবর্তী সমর সেন সমুদ্র গুপ্ত সরকার আমিন সাইয়েদ জামিল সিকদার আমিনুল হক সুকান্ত ভট্টাচার্য সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল সাইফুল্লাহ সুবোধ সরকার সুমন রহমান হুমায়ুন আজাদ হুমায়ূন আহমেদ হেলাল হাফিজ

মধ্যযাম থেকে কয়েকছত্র

মধ্যযাম থেকে কয়েকছত্র 
-আন্দালীব

১২:০০ 
রাত বারোটায় ঘড়ির কাটাগুলো স্তিমিত হয়ে আসে। 
সঙ্গমের চেয়ে বারান্দায় দাঁড়াবার ইচ্ছেরা তীব্র হয়। 

১২:৪২
আমার কেবলি মনে পড়ে একশৃঙ্গী হরিণের কথা। 
বিরহী বনাঞ্চল, দূতাবাসের রাস্তা... যেখানে এসে আর 
পথ খুঁজে পায় না বোকা পর্যটক। হায় মৃগনাভী! 
কস্তুরীঘ্রাণে থৈ থৈ উপচে ওঠে রাত থেকে রাতের শহর। 

০১:৩৫
ঘুড়িশিকারে গেলো যারা তাদের কোন উচ্চতাভীতি নেই। 
দূরবর্তী শহরের খাঁজে তারা গচ্ছিত রেখে আসে বায়ুপ্রবাহ, 
সূর্যাস্তের স্মৃতি....এইসব মনে আসে সন্তর্পনে, 
এই আঁধারবেলায়, রাত দেড়টায়। 

০২:০৮ 
মধ্যযাম! তোমাকে লক্ষ্য করে শহরের অনিদ্রারোগীরা সব 
ঘড়ি থেকে খুলে নিয়েছেন ঘুমের কাটা। বুকপকেটের খাঁজে 
রেখে দিয়েছেন সেবনপ্রতীক্ষ ঘুমের-বড়ি। অফুরান টক্সিক-মদ 
রেখেছেন তারা রাতের গহিনে, ম্রিয়মান কিছু জোনাকির সহায়তায়। 

০২: ১৫ 
এপর্যায়ে ফশ্ করে এককাঠি সিগারেট ধরানো যায়; সহজেই, 
নিথর আমার ঘুমের বারান্দায়। 

০২:৩৭
অসফল সঙ্গমের শোক বুকে চেপে ঘুমিয়ে পড়েছে যারা 
অনিদ্রারোগীর আকুলতা এর চেয়ে তো বেশী কিছু আর নয়! 
ফ্রিজিয়াম! ওহ ফ্রিজিয়াম! 
মরফিয়াসের চোখের গভীরে দেখি নিস্তরঙ্গ আমার শহরখানি ডুবে যায়‍!