বার্তা বাহকের সাথে কিছুক্ষণ
- ফারাহ সাঈদ
বারান্দার রেলিং থেকে লাফিয়ে পড়ছে বেগুনিফুলগুলো।
রোদের ছিটেফোঁটাও নেই কোথাও!
আবহাওয়া বার্তাবাহিকার ঠোঁটের কোণে
আগামীকালের ঝকঝকে আকাশ উঁকিঝুকি দিলেও
আজকের মেঘটা টুকরো মেঘের ব্লাসনবেশে
তার চোয়ালে শোভা পাচ্ছে!
আহা মেঘাচ্ছন্ন ইংলিশ ওয়েদার!
ছাইরঙা আইসেডোর মতো তুমি আচ্ছন্ন করে আছো
তার দুটো চোখ আর আমাদের শহর!
আজ কেন সূর্যতীলক ছোঁয় নি তোমায়, হে সংবাদপাঠিকা?
শীত দীর্ঘ রাতের ভৈরবী সিঁথিকে অন্ধকার করে দিয়ে
জলবায়ু পরিবর্তনের জন্যে
তুমি কি দায়ী হে সংবাদপাঠিকা?
----------------------------
- ফারাহ সাঈদ
বারান্দার রেলিং থেকে লাফিয়ে পড়ছে বেগুনিফুলগুলো।
রোদের ছিটেফোঁটাও নেই কোথাও!
আবহাওয়া বার্তাবাহিকার ঠোঁটের কোণে
আগামীকালের ঝকঝকে আকাশ উঁকিঝুকি দিলেও
আজকের মেঘটা টুকরো মেঘের ব্লাসনবেশে
তার চোয়ালে শোভা পাচ্ছে!
আহা মেঘাচ্ছন্ন ইংলিশ ওয়েদার!
ছাইরঙা আইসেডোর মতো তুমি আচ্ছন্ন করে আছো
তার দুটো চোখ আর আমাদের শহর!
আজ কেন সূর্যতীলক ছোঁয় নি তোমায়, হে সংবাদপাঠিকা?
শীত দীর্ঘ রাতের ভৈরবী সিঁথিকে অন্ধকার করে দিয়ে
জলবায়ু পরিবর্তনের জন্যে
তুমি কি দায়ী হে সংবাদপাঠিকা?
----------------------------