ডেন্টিস্টের চেম্বারে
-আন্দালীব
ওইখানে একটা বাস্কেট
রাখা আছে
বসে থাকবার টুল থেকে দুরে
কিছু আগে
কাগজের একটা স্লাইস
তোবড়ানো হয়েছিলো-
মেয়েটা যখন একাগ্র
নখ কাটছিলো দাঁতে -
ভ্রু-তে উন্নাসিকতা এঁকে
অন্যকেউ ঢুকে পড়তেই
বিপন্ন বোধ করেছিলো কালো কাক-
আমি জানি
যার যার ডাক পড়েছিলো
কেউ তারা আসেনি এখোনো
আমি - কালো কাক
আর নার্ভাস মেয়েটা শুধু
তোবড়ানো কাগজটা
শুণ্যে ছোঁড়া হলে
বাস্কেটে পৌছোঁবার সম্ভাবনা কতোটা
সেটা এখন ধারনা করা যাচ্ছে
খানিকটা
পার্সেন্ট হিসাবে
এরকম ভেবে ভেবে শুণ্যতায়
সাধারন একটি
প্যারাবোলা আঁকা হলো।
-আন্দালীব
ওইখানে একটা বাস্কেট
রাখা আছে
বসে থাকবার টুল থেকে দুরে
কিছু আগে
কাগজের একটা স্লাইস
তোবড়ানো হয়েছিলো-
মেয়েটা যখন একাগ্র
নখ কাটছিলো দাঁতে -
ভ্রু-তে উন্নাসিকতা এঁকে
অন্যকেউ ঢুকে পড়তেই
বিপন্ন বোধ করেছিলো কালো কাক-
আমি জানি
যার যার ডাক পড়েছিলো
কেউ তারা আসেনি এখোনো
আমি - কালো কাক
আর নার্ভাস মেয়েটা শুধু
তোবড়ানো কাগজটা
শুণ্যে ছোঁড়া হলে
বাস্কেটে পৌছোঁবার সম্ভাবনা কতোটা
সেটা এখন ধারনা করা যাচ্ছে
খানিকটা
পার্সেন্ট হিসাবে
এরকম ভেবে ভেবে শুণ্যতায়
সাধারন একটি
প্যারাবোলা আঁকা হলো।