উঁচু বারান্দা
- মজনু শাহ
এই হস্তমৈথুনময় জীবন থেকে ছুটি নিয়ে উঁচু কোনো বারান্দায় গিয়ে বসতে চাই।
উঁচু বারান্দায় বসে দেখবো বৃষ্টিতে ভিজে যাচ্ছে ভূগোল বই; ভূগোল ম্যাডামের কথাও কিছু ভাববো। তিনি কি এখনো নাভীর কিছুটা নিচে শাড়ি পরেন? বাঁকা হাসি মুখে নিয়ে যেন তিনি এখনো পড়িয়ে চলেছেন আমাদের উষ্ণ মণ্ডলীয় পর্বত বিষয়ে।
যে-কোনো পর্বত বিষয়ে জানার চেয়ে পর্বতের ভেতর অসংখ্য শাদা ইঁদুর হয়ে থেকে যেতে চেয়েছিলাম আমরা,কোনো আশাই পূর্ণ হলো না।
সেই উঁচু বারান্দায় বসে, অন্ধকারে, শুনবো দেবীরা কাঁদছেন হাউমাউ করে, এমন বর্ষায় তারা নাকি কৌমার্য পরীক্ষায় রাজি নয়।
পাহাড়ের উপর, বাড়ি নয়, শুধু একটা বারান্দা, একটা উঁচু বারান্দা কোথায় আছে কে জানে!
- মজনু শাহ
এই হস্তমৈথুনময় জীবন থেকে ছুটি নিয়ে উঁচু কোনো বারান্দায় গিয়ে বসতে চাই।
উঁচু বারান্দায় বসে দেখবো বৃষ্টিতে ভিজে যাচ্ছে ভূগোল বই; ভূগোল ম্যাডামের কথাও কিছু ভাববো। তিনি কি এখনো নাভীর কিছুটা নিচে শাড়ি পরেন? বাঁকা হাসি মুখে নিয়ে যেন তিনি এখনো পড়িয়ে চলেছেন আমাদের উষ্ণ মণ্ডলীয় পর্বত বিষয়ে।
যে-কোনো পর্বত বিষয়ে জানার চেয়ে পর্বতের ভেতর অসংখ্য শাদা ইঁদুর হয়ে থেকে যেতে চেয়েছিলাম আমরা,কোনো আশাই পূর্ণ হলো না।
সেই উঁচু বারান্দায় বসে, অন্ধকারে, শুনবো দেবীরা কাঁদছেন হাউমাউ করে, এমন বর্ষায় তারা নাকি কৌমার্য পরীক্ষায় রাজি নয়।
পাহাড়ের উপর, বাড়ি নয়, শুধু একটা বারান্দা, একটা উঁচু বারান্দা কোথায় আছে কে জানে!