প্রহরী/১.
-মজনু শাহ
সেইসব রোগা ও মোটা মায়েদের কথা মনে
পড়ে, স্কুলমাঠে যারা মিউজিক্যাল চেয়ারের
খেলায় আনন্দ পেয়েছিল। আজ বুঝতে
পারি, এ বিশ্বকে আমি নিরাসক্তভাবে
দেখতে পারিনি। চুরি করা পেঁপে হাতে
বাড়িতে ঢুকেছি। কেবল হস্তমৈথুনের সময়ই
চিনতে পেরেছি নিজেকে। হাতির পিঠে
ওঠার শখও ছিল। বন্দুক হাতে নিলেই
এখনোআমি হাসতে হাসতে ধুলোয় গড়িয়ে
পড়ি। আজকাল একটা শান্ত পুকুড় পাড়ে,
শামুক হয়ে পড়ে থাকতে ইচ্ছে হয়, দূর
থেকে একটা ক্ষুধার্ত রাজহাঁস যাতে আমাকে
দেখে ছুটে আসে...
-মজনু শাহ
সেইসব রোগা ও মোটা মায়েদের কথা মনে
পড়ে, স্কুলমাঠে যারা মিউজিক্যাল চেয়ারের
খেলায় আনন্দ পেয়েছিল। আজ বুঝতে
পারি, এ বিশ্বকে আমি নিরাসক্তভাবে
দেখতে পারিনি। চুরি করা পেঁপে হাতে
বাড়িতে ঢুকেছি। কেবল হস্তমৈথুনের সময়ই
চিনতে পেরেছি নিজেকে। হাতির পিঠে
ওঠার শখও ছিল। বন্দুক হাতে নিলেই
এখনোআমি হাসতে হাসতে ধুলোয় গড়িয়ে
পড়ি। আজকাল একটা শান্ত পুকুড় পাড়ে,
শামুক হয়ে পড়ে থাকতে ইচ্ছে হয়, দূর
থেকে একটা ক্ষুধার্ত রাজহাঁস যাতে আমাকে
দেখে ছুটে আসে...