পর্যটন বিষয়ে শেষ কবিতা
- রণজিৎ দাশ
সমুদ্রে বেড়াতে
আসি,
নারী নিয়ে, মদ নিয়ে,
শূন্যতা ও ব্লু-ফিল্ম নিয়ে,
যে নারী আমাকে
সঙ্গে আনে, তারও হাফ প্যান্ট, হলুদ নাইটি –
পুরুষ স্বাধীন। তার দু’চোখে ঈগলদৃষ্টি,
সে বলে – ‘ভাইটি,
কাঁচুলিটা খুলে দাও, ব্যাথা লাগে!
পমফ্রেট মাছ ভেজে আনো।
মন খুব সাফ রেখো, এ হল সমুদ্র, শোনো
জলের আহ্বানও!’
মন সাফ রাখি, কিন্তু মাথাটি গরম হয়,
এত চিনি,
তবু এই নারীকে চিনি না
বিশাল সূর্যের নিচে ডাব খাই একা
একা, লাইম-জিন বিনা
সি-বিচে গম্ভীর মুখে বসে থাকি,
ভাবি, এই নিসর্গের প্রেম
সম্পূর্ণই মিথ্যা তবে? মূল কথা,
জঙ্ঘা ও টোটেম
আঁশনোনা করে নিতে জলে নেমে আমাদের
নগ্ন অশ্লীলতা?
এ-অবদমন থেকে মুক্তি দাও আমাদের, হে
সমুদ্র, ঝড়ের দেবতা!