সামুদ্রিক পরামর্শ
- রণজিৎ দাশ
সমুদ্রে যেও না তুমি, যদি না সঙ্গে
থাকে
কোনো শক্ত-সমর্থ
যুবতী
কে খেলবে ঢেউ-এর সঙ্গে? কার তীব্র
হাসির আওয়াজে
ভয় পাবে লোনা জল? কে তোমাকে দু’বার বাঁচাবে
ব্রেকার-এর হাত থেকে – সৈকতে ও নীল
বেডরুমে।
কার নগ্ন পায়ে পায়ে জেগে উঠবে ফেনা,
সিন্ধুরতি?
সমুদ্রে যেও না তুমি, সঙ্গে নিয়ে
কোনো শক্ত-সমর্থ যুবতী
ভীষণ অনর্থ হবে – সে নারী পালিয়ে
যাবে
সমুদ্রের সঙ্গে,
রাত্রিবেলা
তুমি সারারাত একটি বৃদ্ধা ডাইনির
সঙ্গে সাপলুডোখেলা
শেষ করে তাকে ফের খুঁজে পাবে
কাকভোরে,
হোটেল-লাউঞ্জে
হাসিমুখে সে তোমাকে দিয়ে যাবে
সমুদ্রের সন্তান-সন্ততি!
তবুও সমুদ্রে যেও, সঙ্গে নিয়ে একটি
শক্ত-সমর্থ যুবতী
সন্ধ্যাবেলা চাঁদ উঠলে বিনীত
প্রস্তাব দিও, পেয়ে যাবে
চুম্বন, সম্মতি!