মেট্রো রেল
- রণজিৎ দাশ
স্নানরতা যুবতীর
অবচেতনের মতো
সুন্দর এই সুড়ঙ্গ
চলন্ত, ইশারাময় সিঁড়ি
ধরে নেমে এলে
গান, আলো, উন্মুখ পাতাল
কফিনের ফিসফিস, যেন
ঝিঁঝিঁদের স্তনের ওপর
জেগে আছে শিকড়ের থাবা
সূর্য ও সংযমহীন
বাসস্টপের বিষণ্ণ প্রতীক্ষাহীন
এই পাতালপথ, তেত্রিশ মিনিটে
লজ্জা থেকে লিবিডো-অব্দি যাবে।