তথাগত
- শ্বেতা চক্রবর্তী
এই যে শরীরে শুচ্ছি ,
এর পর চার পাঁচ দিন
তুমি আর আমার কাছে এসো না, যুবক!
আমার যা কবিতার উপাদান পেয়ে গেছি আমি,
জীবন প্রস্তুত, প্রস্তুত বিশ্ববৈভব,
প্রকৃতির রস শুষব এই কটা দিন!
তোমার চেয়ে যে প্রবীণা এতো তার শারীরিক অক্ষমতা নয়
শ্লথ নয় মৃদু ঘর বাড়ি
আমিও অনন্ত হতে পারি
অনিঃশেষ ধারা...
কিন্তু হই না - আমি যে কবিতাজীবী
কবিতা জন্মের দ্বার - এই ভাবে খুলে দিই
তারপর সূচাগ্র ভূমিও আমি সৃষ্টি ছাড়া কারোকে দিই না
এই যে শরীরে শুচ্ছি
এরপর চার পাঁচ দিন তুমি আর
বিরক্ত করো না যুবক
তুমি যে প্রেরনা তুমি তাই জেনে রাখো
ছোট কিন্তু তীব্র প্রথাগত!
- শ্বেতা চক্রবর্তী
এই যে শরীরে শুচ্ছি ,
এর পর চার পাঁচ দিন
তুমি আর আমার কাছে এসো না, যুবক!
আমার যা কবিতার উপাদান পেয়ে গেছি আমি,
জীবন প্রস্তুত, প্রস্তুত বিশ্ববৈভব,
প্রকৃতির রস শুষব এই কটা দিন!
তোমার চেয়ে যে প্রবীণা এতো তার শারীরিক অক্ষমতা নয়
শ্লথ নয় মৃদু ঘর বাড়ি
আমিও অনন্ত হতে পারি
অনিঃশেষ ধারা...
কিন্তু হই না - আমি যে কবিতাজীবী
কবিতা জন্মের দ্বার - এই ভাবে খুলে দিই
তারপর সূচাগ্র ভূমিও আমি সৃষ্টি ছাড়া কারোকে দিই না
এই যে শরীরে শুচ্ছি
এরপর চার পাঁচ দিন তুমি আর
বিরক্ত করো না যুবক
তুমি যে প্রেরনা তুমি তাই জেনে রাখো
ছোট কিন্তু তীব্র প্রথাগত!