জোড়া রাজহাঁস
- রণজিৎ দাশ
আশীর্বাদ করি আজ, পৃথিবীর মানুষেরা, তোমাদের
সব্জির বাজার যেন সবুজ পালং শাকে ভরে ওঠে, যেন
তোমাদের জিভ, দাঁত, লালা ও ঢেঁকুর অন্ন ও মাছের স্বাদে
তৃপ্ত থাকে; গৌতম বুদ্ধের হাতে তোমাদের নারী যেন
সোনার কাঁচুলি খুলে তুলে দেয় জোড়া রাজহাঁস -
শ্রেষ্ঠ সন্তানের লোভে,
গৌতম বুদ্ধকে আমি আশীর্বাদ করি, - জোড়া রাজহাঁস - এই
কোমল শিল্পের চাপে যেন তাঁর নির্বাণের মোহ ভেঙে যায়।
---
- রণজিৎ দাশ
আশীর্বাদ করি আজ, পৃথিবীর মানুষেরা, তোমাদের
সব্জির বাজার যেন সবুজ পালং শাকে ভরে ওঠে, যেন
তোমাদের জিভ, দাঁত, লালা ও ঢেঁকুর অন্ন ও মাছের স্বাদে
তৃপ্ত থাকে; গৌতম বুদ্ধের হাতে তোমাদের নারী যেন
সোনার কাঁচুলি খুলে তুলে দেয় জোড়া রাজহাঁস -
শ্রেষ্ঠ সন্তানের লোভে,
গৌতম বুদ্ধকে আমি আশীর্বাদ করি, - জোড়া রাজহাঁস - এই
কোমল শিল্পের চাপে যেন তাঁর নির্বাণের মোহ ভেঙে যায়।
---