রক্ষণশীলতা নিয়ে
-অমিতাভ দাশ গুপ্ত
রক্ষণশীলতা নিয়ে আমাদের বদনাম আছে।
ঝকঝকে রোদ হলে
উঠোনে ডালের বড়ি দেয় পিসি, দিদা, সেজ বোন,
একুশ শতক আসে, অথচ সকালে
আমরা রুটিন করে রবিঠাকুরের পদ্য পড়ি।
কেবল যে রাতে
নিয়মের ফ্রেম ভেঙে আধি-ঝড়, বৃষ্টিপাত হয়,
ভেঙে চুরে যেতে চায়
সর্বস্ব আমার,
ঘর-প্রেম-ভালোবাসা
সব মিথ্যে মিথ্যে হয়ে যায়,
পাপোশের তলা থেকে পায়ে পায়ে বুকে উঠে আসে
জীবনানন্দ-এর লেখা, উন্মাদ বিনয়।
-----