নিষিদ্ধ প্রেমের কবিতা-৩
- ভাস্কর চক্রবর্তী
ও মেয়েটি ভেবে দেখো, যদিও তোমার প্রেম, স্বামী ছিলো,
চুমু খেয়েছিলে তুমি এ কবিকে
পাখাহীন দগ্ধ ছোটো ঘরে-মনে করে দেখো।
মনে করে দেখো তুমি চেয়েছিলে শান্ত বাথরুম-
বলেছিলে, 'থেকে যাই'। মনে করে দেখো
এ কবির কবিতাও অযথা পচ্ছন্দ করেছিলে-
ঠোট দিয়ে চেপেছিলে এই ঠোট,
মেলে ধরেছিলে বুক - ও মেয়েটি মনে করে দেখো।
#