এসো, সুসংবাদ এসো
- ভাস্কর চক্রবর্তী
দিনগুলো, কেমন চাকার মতো,
অযথা আমাকে
পিষে যায়...।
- বাস থেকে নেমে মনে হলো
বিদেশেই আছি। তবু
কে ওই মেয়েটি?
আমাদের
ঘরের মেয়ের মতো মনে হয়।
হয়তো মিনুর বোন হবে। এসো,
সুংবাদ এসো -
আর কোন ইচ্ছে নেই, শুধু ওই
মেয়েটির সঙ্গে যেন
আমাদের
তরুণ কবির বিয়ে হয়।
#