>> Poems, no less!
নীল রঙের গ্রহ-২ - ভাস্কর চক্রবর্তী
চিরকালের একটা বাড়ি চিরকালের একটা মেঘের পাশে দাঁড়িয়ে আছে
চিরকালের আকাশ থেকে চিরকালের বৃষ্টি ঝরে পড়ছে কলকাতায়
চিরকালের মেয়েরা চিরকালের ছেলেদের দিকে এগিয়ে চলেছে
চিরকাল চিরটাকাল
আমাদের।