ডানা ও বেদনা
- সাইয়েদ জামিল
প্রেমিকের মতো আচরণ করতে চাই,- পারি না। তোমার বক্ষ দুটির দিকে
তাকালে মনে পড়ে মাতৃদুগ্ধ পানের স্মৃতি। একটার পর একটা পোশাক খুলে, তুমি
যখন মেলে ধরো নিজেকে, তখন বনের মধ্যের শাদা বাড়িটির কথা ভাবি। ওই
তো, প্রভূত পাখির ডানা ও বেদনা,- ক্রমশ নির্জনতা, মৃত্যুর সুগন্ধ ছড়ায়।
আমরা অবজ্ঞা করে সবকিছু, দীঘিতে হাঁসের সঙ্গম দেখবো। জোড়া ঘুঘু উড়ে
গেলে পরস্পরকে চুমু খাবো।