.

প্রিয় কবি

অঞ্জন সরকার জিমি অমিত চক্রবর্তী অমিতাভ দাশ গুপ্ত অশোক দেব আন্দালীব আবিদ আজাদ আবুল হাসান আল মাহমুদ আলতাফ হোসেন আহসান হাবীব খোন্দকার আশরাফ হোসেন জয় গোস্বামী জীবনানন্দ দাশ টোকন ঠাকুর তানিম কবির দীপন চক্রবর্তী নবনীতা দেবসেন নির্মলেন্দু গুন নীরেন্দ্রনাথ চক্রবর্তী পূর্ণেন্দু পত্রী ফয়সল রাব্বি ফারাহ সাঈদ বিনয় মজুমদার বুদ্ধদেব বসু ব্রাত্য রাইসু ভাস্কর চক্রবর্তী মজনু শাহ মন্দাক্রান্তা সেন মহাদেব সাহা মাসুদ খান মুহাম্মদ মরিয়ম মৌ ভট্টাচার্য রণজিৎ দাশ রবীন্দ্রনাথ ঠাকুর রিফাত হাসান রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ শহীদ কাদরী শোয়েব শাদাব শ্বেতা চক্রবর্তী সমর সেন সমুদ্র গুপ্ত সরকার আমিন সাইয়েদ জামিল সিকদার আমিনুল হক সুকান্ত ভট্টাচার্য সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল সাইফুল্লাহ সুবোধ সরকার সুমন রহমান হুমায়ুন আজাদ হুমায়ূন আহমেদ হেলাল হাফিজ

স্তন

স্তন
- সুবোধ সরকার 
বইঃ ভালো জায়গাটা কোথায়? (১৯৯৯) 

প্রথমবার তোমার স্তন দেখে আমার মনে হয়েছিল
আমি অন্ধ হয়ে যাব।
চব্বিশ ঘণ্টার মধ্যে আমার চোখ
খসে পড়বে আমার হাতে
গনগনে আঁচ, আমার জন্য নয়।

যদি মুখে নিই
বাকি জীবন আমি বোবা হয়ে থাকব
যদি হাতে ধরি
দশ আঙুল  বেঁকে ছোট হয়ে যাবে
যদি বুকে চেপে ধরি
ফুসফুস থেকে ঘাস বেরিয়ে শরীরে  ঢেকে ফেলবে
আমি পোকা হোয়ে বেঁচে থাকব পোকার ভেতরে।

মাত্র মাস আগে তোমার ফেটে ড়া স্তন দেখে
মনে হয়েছিল আমার কোন নাম নেই,তারিখ নেই,নম্ব নেই
আমি যেন একটি বিস্ফোরক
ভাল এবং খারাপের মধ্যে যোগাযোগ হলেই আমি ফেটে পড়ব।
আমি আর খালি চোখে তোমার স্তনের দিকে তাকাব না।
কিন্তু তাকালাম
বাঁদিকে স্তনে গাঢ় একটা ছায়া ,ঠিক আংটির মতো
ওই ছায়ার নাম-কর্কট
ওষুধের নল,আটকানো ফিতে,ইনজেকশনের দাগ
কাল তোমাকে নার্সিং হোমে যেতে হবে।
আমি অন্ধ হয়ে যাইনি,আমি দেখতে পেলাম
তোমার স্তনের মধ্যে পাপড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে ক্যান্সার।
                                   #