তার ঘুমহীন চোখে
-দীপন চক্রবর্তী
একদিন পৃথিবীর সমস্ত বেলী
ফেব্রুয়ারীর আলোয় ডুবে গিয়েছিল তার মুখে
সে দাঁড়িয়েছিল শত অশ্বারোহীর হিপোড্রোমের শেষ।
তার আঙুলে জড়ানো মোমসিল্ক ছুঁয়ে দিতে
শত মাতাল জকির সন্তাপ
ফেব্রুয়ারীর আলোয় ডুবে গিয়েছিল তার মুখে
সে দাঁড়িয়েছিল শত অশ্বারোহীর হিপোড্রোমের শেষ।
তার আঙুলে জড়ানো মোমসিল্ক ছুঁয়ে দিতে
শত মাতাল জকির সন্তাপ
তাদের ঘুমহীন চোখে
নীল কালিতে লেখা রাতভর বৃষ্টির মত দীর্ঘ কবিতা
পুষ্পনীল ডোর রেখে চলে গ্যাছে অতশীর দেশ......
নীল কালিতে লেখা রাতভর বৃষ্টির মত দীর্ঘ কবিতা
পুষ্পনীল ডোর রেখে চলে গ্যাছে অতশীর দেশ......
ইদানিং তার ঘুমহীন চোখে
এরকম লেগে থাকে পদ্যাভ্যাসের প্যারাডিম !
এরকম লেগে থাকে পদ্যাভ্যাসের প্যারাডিম !