একটি সবুজ মেয়ে
- সুবোধ সরকার
বইঃ চোদ্দ নম্বর ডেডবডি (২০০৮)
একটি সবুজ মেয়ে এসেছিল আমার জীবনে
সেই সূত্রে মেয়েটির পেছনে পেছনে
একটি সবুজ চূর্ণী এসেছিল, এসে বলেছিল
স্বীকার করেছি আমি, পাপ ছিল মনে
একটি সবুজ মেয়ে এসেছিল আমার জীবনে
সেই সূত্রে মেয়েটিকে ফলো করে করে
সবুজ পুলিশ এল সবুজ থানায়
কেউ কিছু পায় নাকি পুলিশকে ধরে?
একটি সবুজ মেয়ে এসেছিল আমার জীবনে
তাতা থই, তেরে কেটে তাক তেরে কেটে
সেই সূত্রে মেয়েটির যতিচিহ্ন চিনে
সবুজ দালাল এল হরিতে দিনে।
পুলিশ তোমাকে আমি দিইনি হৃদয়
তাই এত ভয়।
#