যদি ইচ্ছে করে
- নবনীতা দেবসেন
-“দিয়ে দাও, যে-শাড়ি পরবে না।’’
-“তা কি হয়? যদি কোনদিন
ইচ্ছে করে?’’
-“ ছেড়ে দাও, যে প্রেম করবে না।’’
-“সে কি হয়? যদি কোনদিন
ইচ্ছে করে?’’
#