আমি পূর্ণ
- সুবোধ সরকার
বই ঃ ঋক্ষ মেষ কথা (১৯৮৩)
বই ঃ ঋক্ষ মেষ কথা (১৯৮৩)
এই হিংস্র পাঠানকে নিয়ে আজ রাতে আমি শুতে যাব। বিপদসংকুল বহ্নি উঠছে ওপরে। সব ছারখার করে দাও। বলিষ্ঠ শক্তির মধ্যে যেন আজ আবিষ্কার করি আমি বসুন্ধরা, আমি নারী। আমার হীরের আংটি পড়ে থাক মৃত্তিকায়। আমি যেন ভোরবেলা উঠে দেখি ঊষার আলোর নিচে আমার স্তনের জন্য হাহাকার পড়ে গেছে পিতা ও পুত্রের মধ্যে।